শ্রীহরিভক্তিবিলাসধৃত সম্মোহন তন্ত্র, নারদ পঞ্চরাত্র প্রভৃতি মতে-
১. স্বীয় মন্ত্র কাহাকেও উপদেশ করিতে নাই বা কাহারও নিকট প্রকাশ করিতে নাই।
২. বৈষ্ণব ও গুরুবর্গের প্রতি পরম ভক্তি করিবে।
৩. দেব-মন্দির হইতে নির্ম্মাল্যাদি প্রাপ্ত হইলে প্রণামপূর্ব্বক মস্তকে ধারণ করিয়া জলে নিক্ষেপ করিবে, যেন মুর্ত্তিকায় পতিত না হয়।
৪. মৎস্য ও মাংস ভক্ষণ করিবে না, রোগাদির জন্য কখনও মাংস ভোজনের আবশ্যক হইলেও, অবতাররূপী কচ্ছপ ও শূকর মাংস কদাচ ভক্ষণ করিবে না।
৫. দেবগৃহে থুথু ফেলিবে না, হাঁচিবে না ও পাদুকাসহ প্রবেশ করিবে না।
৬. গুরুনিন্দুক, ভগবানবিদ্বেষী ও শাস্ত্রনিন্দাকারীর সহিত আলাপ করিবে না।
৭. যথাবিধি একাদশী ব্রতাচরণ করিবে।
৮. অভীষ্টদেব, নিজ গুরু, নিজ মন্ত্র ও নিজ মালাকে গোপন রাখিবে।
……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস