সদায় পিঞ্জরে বসে রাধাকৃষ্ণ ভাবো না।
যেই নাম তুমি বল আমি শুনি, আমি বলি নাম তুমি শুন না।
ষোল নাম বত্ৰিশ অক্ষরে, আটাইশ অক্ষর দেও না ছেড়ে।
রাধাকৃষ্ণ নাম চাইর অক্ষরে, সাধু জপে নাম অন্যে জানে না।
সেই হরি নাম নিতে জীবে, আনন্দ বাড়িবে চিতে।
মনের কৈতব জ্বালা যাবে দূরে
নিরানন্দের গন্ধ দেহায় রবে না।
ভেইবে রাধারমণ বলে, মানব জনম যায় বিফলে
আমার মনের আশা রইল মনে
মন মিলে, মনের মানুষ মিলে না।