সন্ধ্যাকালে বাজাও বাঁশি আর কি সময় নাইরে
কালিয়ার সোনা গৃহকর্ম রাখি বাঁশি শুনতে পারি না।।
অসময়ে বাজাও বাঁশি সময় চিনো না
দিন শেষে কার্যের ফাঁকে শুনতে পারি না।
শুনতে না পারি বাঁশি কাজেতে মন বসে না
শ্বাশুরী ননদী ঘুংরায় দেখিয়া আনমনা।
বাউল রাধারমণ বলে করি রে বন্ধু মানা
অসময়ে বাঁশি বাজায় দ্বিগুণ জ্বালায় জ্বালিও না।