সবাই বলে আমি আমি, চিনা হল ভার
স্বরূপে বিরূপে আমি, এক আমির ভাব দুই প্রকার।
মায়ারে প্রলোভনে পড়ি, ভণ্ডামি হল সার।
ইষ্ট মিত্র সবাই চিনি, মণ্ডা মিঠে চিনি,
আমার আমি না চিনি, এর থেকে মুর্খামি কার।
ছিলেম আমি, আছি আমি, থাকবো আমি, আমি কায়েমি,
আসল আমি জগত স্বামী, নকল আমি অহংকার।
রমেশ কয় মনরে কানা, আমি চিনতে ভুল করিস না।
আমি চিনলে ষোল আনা দেখবি আনন্দের বাজার।।