সবিনয় নিবেদন আমার অভিনয় নয় ধর্মের রাস্তা
শুধু মুখ ছুটালে ধর্ম মিলে
ধর্ম নয় ভাই আলুর বস্তা।।
বাক্য যেথা নির্বাক হয়ে রয়
মননে হার মানে মনুরায়
কাজ না করে সাজ পরে তাই পাবে কি কথায়;
আগে খুঁজে দেখো গলদ কোথায়
করে লও তাই শায়েস্তা।।
ছদ্মবেশে জীবন কাটালে
ভাব ভঙ্গিতে লোকজন মাতালে
কাঁচাবাঁশে ঘুণ ধরেছে মাঁচার আথালে;
শুধু ব্যবসার এক দোকান পাতালে
নকলমাল দামে সস্তা।।
সুসজ্জিত তিলক মালায়
ইন্দ্রিয়গণ কুপথে চালায়
ধর্মমঞ্চে পঞ্চমুখ হয় বক্তৃতার বেলায়;
যেমন ডাক্তার মরে রোগের জ্বালায়
রোগীদের দেয় ব্যবস্থা।।
মন ভ্রমিছে বাহিরের কার্যে
কাম ক্রোধ লোভ মোহের সাহায্যে
পাগল বিজয় বলে, কেমনে যাবে ধর্মের রাজ্যে;
নিছক নিস্ব সে এই বিশ্বমাঝে
ঈশ্বরে যার অনাস্থা।।