(তাল-ঝাপ)
সবে বলরে দারুন বিধি
আমায় কেন নয়ন দিয়াছে।
নয়ন রঙ্গরসে সদা ভাসে, রূপের ঘর ফেলে পিছে।।
১। রঙ্গে ভঙ্গে সেই আনন্দে নয়ন, সর্ব্বদায় আছে।
নয়ন ফিরাতে চাই নাহি ফিরে, কু-রসের ভাবে নাচে।।
২। কেমনে নয়ন ফিরাব সন্ধান, পাব কার কাছে।
আমি পড়েছি দায়, মন চলে যায়, দুষ্ট নয়নের পিছে।।
৩। রূপ নিরখি রয় না আঁখি কেন, বিরূপ হয়েছে।
থাকে মায়াপুরে, কুপথ জুড়ে, মায়োয় জড়ি আছে।।
৪। আমায় মন দিয়াছে, নয়ন দিয়াছে বিধি, সৎকর্ম্ম করিতে।
আমি তাই না, করি, জনম, ভরি, দুষ্কর্ম্মে মন রয়েছে।।
৫। আমার এ দুষ্ট মন, আর দু’নয়ন আমি পারিনা ফিরাতে।
এবার কর্ম্ম দোষে, রিপুর বসে, দীনার জনম যায় মিছে।।
…………………………..
রাগিনী – ভাটিয়াল