ভবঘুরেকথা
কমলাকান্ত ভট্টাচার্য

কালী, সব ঘোচালি ল্যাঠা-
কালী, সব ঘোচালি ল্যাঠা।
ত্রিনাথের লিখন আছে যেমন,
রাখবি কিনা রাখবি সেটা,
কালী, কালী-
তোমার যারে কৃপা হয়,
তার সৃষ্টিছাড়া রূপের ছটা,
দুখে রাখো সুখে রাখো,
করব কি আর দিলে খোঁটা, মা-
কালী, কালী।

জগৎ জুড়ে নাম দিয়েছ,
কমলাকান্ত কালীর ব্যাটা,
মা গো-
এখন মায়ে-পোয়ে কেমন ব্যভার,
ইহার মর্ম জানবে কেটা,
মা-
কালী, কালী সব ঘোচালি ল্যাঠা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!