সমর্পিত দেহ মম আমিত্ব কি আর,
আমিত্ব স্বামীত্ব তুমি সর্ব্ব মূলাধার।।
মহাভাব ভাবিনীর বশে, মহাসাগর মহারসে,
দেহ তরী যাচ্ছে ভেসে, না পেলাম কিনার।।
তুমি নিত্য নবীন নেয়ে, এ তরীর কান্ডারী হয়ে,
প্রেম সাগরে বেড়াও বেয়ে, ওগো গুণধার।।
তব কৃপা-অনুযোগে, হরিণাম বাতাসের বেগে,
চ‘লছে তরী অনুরাগে, আনন্দ বাজার।।
গুরুর কৃপায় ঘুচলো ভ্রান্ত, আমি কান্তা, তুমি কান্ত,
পূর্বের মন যদি তাই জানত, থাকত না বিকার।।
স্বামি মহানন্দ বলে, মন প্রাণ না সপিঁলে,
কোথায় হরি পতি মেলে, অশ্বিনী বর্ব্বর।