সহজ শুদ্ধ রাগের মানুষ
সহজ শুদ্ধ রাগের মানুষ, ভাবের মানুষ কৈ মিলে
হলে কিঞ্চিৎ প্রেমেরই অঙ্কুর, জানে আপনাকে ঠাকুর
সাধু গুরু মানে না বৈদিক রাগে চুর, মনে মোটা
ভক্তি চটা বাক্যটি কটু বলে।।
বলে মোরা রসিক হয়েছি, রসের ভিয়ান পেতেছি
টলাটল বাদ দিয়ে মোরা সু-টল সু-টল হয়ে সুখের লোভে
সার তত্ত্ব গেছে ভুলে।।
ব্রজনাথ ব্রজেতে ছিল, রসের ভিয়ান পাতিল
তাক না বুঝে ধাক্কা খেয়ে নদীয়ায় এল
যাদু-বিন্দু বলে গৌর হরি কাঁদতেছে রাধা বলে।।