পঞ্চ-আত্মা পান্ডবের সহায় হও শ্রীহরি,
দূর্মতি দুষ্ট দুর্যোধন মম অরি
দেহ কুরুক্ষেত্র মাঝে, সেজে এল রণ সাজে,
সঙ্কট তরঙ্গ মাঝে ডুবে মরি।।
ধর্মাত্মারূপ ধর্ম্মসূত, সদায় তোমার অনুগত,
ডাকে অনুরাগ বৃকোদর কত, গর্জ্জন করি।
সুক্ষ রসরূপ বীর ধনঞ্জয়, ডাকে তোমায় দীন দয়াময়,
সারথীর বেশে হও উদয়, কৃপা করি।।
দম রসরূপ ডাকে নকুল, দম রস সহদেব আকুল,
এ বিপদে হও অনুকুল, বিপদ হারী।।
ভক্তিরস রূপ যাঞ্জসেনী, ডাকে তোমায় চিন্তামণি,
ভক্তি-বিহীন দ্বীন অশ্বিনী এস মুরারী।।