সাঁইর লীলা দেখে লাগে চমৎকার
সাঁইর লীলা দেখে লাগে চমৎকার।
সুরাতে করিলে সৃষ্টি আকার কি সে নিরাকার।।
আদমেরে পয়দা করে
খোদ সুরাতে পরওয়ার,
মুরাদ বিনে সুরাত কিসে
হইল সে হঠাৎকার।।
নূরের মানে হয় কোরানে
কী বস্তু সেই নূর তাহার,
নিরাকারে কী প্রকারে
নূর চুয়ায়ে হয় সংসার।
আহাম্মদি রূপে হাদি
দুনিয়ায় দিয়েছে ভার,
লালন বলে শুনে দেলে
সেও তো বিষম ঘোর আঁধার।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….