ভবঘুরেকথা

সাঁই দরবেশ যারা,
আপনারে ফানা করে
অধরে মেশে তারা।।

মন যদি আজ হও রে ফকির
লও জেনে সে ফানার ফিকির
ধরা অধরা;
ফানায় ফিকির না জানিলে
ভস্ম মাখা হয় মসকরা।।

কূপজলে সে গঙ্গার জল
পড়িলে সে হয় রে মিশাল
উভয় এক ধারা;
তেমনি জেনো ফানার করণ
রূপে রূপ মিলন করা।।

মুরশিদ রূপ আর আলেক নূরী
এক মনে কেমনে করি
দুই রূপ নিহারা;
লালন বলে, রূপ সাধনে
হস্‌ নে যেন ঠিক-হারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!