সাজায়ে দে গোপাল ধনে।
ব্রহ্মা আদিগণে, যারে না পায় ধ্যানে
গঙ্গা এসে পূজা করে যার চরণে।।
অলকা তিলকা দে মা সাজাইয়ে
ধেনু বৎস রইল উর্ধ্বে পানে চেয়ে,
বন মাঝে যাই, কত শোভা দেখতে পাই
দশ করে লনী দেয় মা কানাইয়ের বদনে।।
গোপাল লয়ে আমরা বন মাঝে যাই
ক্ষুধার সময় হলে বন ফল খাওয়াই,
আমরা সব রাখালে মিলে, বন ফুল তুলে
পূজা দেই মা কানাইয়ের বদনে।।
একা কৃষ্ণ হয় মা জগতের পতি
অগতির গতি, এ ব্রহ্মাণ্ডের পতি,
যত রাখাল গণে, ফিরি বনে বনে
ম’লে জীবন পাই মা কানাইয়ের গুণে।।