সাতটি বছর আগে মনে জাগে রে
সেই দিন বকুল তলে,
সেদিন বিনা সুতের মালাখানি
দিয়েছিলাম তোমার গলে।।
ছিলো এমনি সেদিন চাঁদনি রাত
তুমি চকিতের ন্যায় এসে হঠাৎ
মিলালে হাতে হাত
কতো ঝরিলো প্রেমের পারিজাত
মোদের রঙিন রংমহলে।।
সেই মাধবী বকুল তীরে
আবার সেই চাঁদনী এলো ধীরে
বাসন্তী সমীরে
কেবল তুমি আর এলে না ফিরে
আমার ছিন্ন হৃদয় দলে।।
গাঁথামালার কুসুমগলি
সকল শুকায়ে হইলো ধুলি
ঝরে বাঁধন খুলি
যেন দীপজ্বেলে জোনাকিগুলি
তোমার অভিসারে চলে।।
সাথি হারা পাখির মতন
করি মনের দু:খে বনে রোদন
কেউ বোঝে না বেদন
পাগল বিজয় বলে, বাকি জীবন
শুধু কাটবে চোখের জলে।।