সাতটি বছর পরে মনে পড়ে রে
সেই রাত ফাগুন মাসে।
সেদিন তুমি আমি দাঁড়িয়ে ছিলাম
বেতসবনের পাশে।।
পাতা ঝরা গাছের শাখায়
হারে কেমন মধুর সোহাগ জাগায়
কতো নতুন পাতায়
সে যে কোন পুলকে পরান মাতায়
মধুর বসন্তী বাতাসে।।
দিনের শোভা ভেঙ্গে গেছে
তখন কোকিল ঘুমায় আমের গাছে
আজো মনে আছে
তুমি নীরবে দাঁড়ালে কাছে
সে কোন অজানা পিয়াসে।।
হারানো সেই বীণার তারে
আঘাত হানে বারেবারে
বাঁধা মানে না রে
সে যে কেঁদে ফেরে স্মৃতির দ্বারে
মিলন প্রীতির সুখবিলাসে।।
পাগল বিজয় কয় দু:খের সহিতে
কারো পথা হারায়ে গেলে মহিতে
কেউ পারে কহিতে?
মনের হারানো পথ খুঁজে দিতে
এমন দরদি নাই পাশে।।