সাধন ভজন পারবো না আর, মনটা যদি ঠিক না হবে
উপর হতে নিচই ভালো, পরে আছি খুব নিরবে।।
আমি একটা জেতা-মরা, পঞ্চভূতে দেহ গড়া
মধ্যে একটা বাতাস ভরা,তার কি আবার হিসাব লবে?
নিত গেলে ভাব-কান্তি, দূঃখ বিনে আর নাহি শান্তি,
লোকসান ভিন্ন কড়া ক্রান্তি, স্বার্থ কে পেয়েছে কবে।।
পার যদি মোরে টেনে নিতে, মনটাকে ঠিক করে দিতে
জালাল কয় তোর নাম জপিতে, কোনও মতে পারি তবে।।