কেনো – রে মন
সাধুর সঙ্গ নিলে না
শত সাধনার বলে
আসিয়া এই মানুষ কূলে
ষোল আনা দিবি বলে
আজো দিলি না
কেনো – রে মন
সাধুর সঙ্গ নিলে না।।
যার লাগিয়া এসেছো
তারে কি মন দেখেছো
চোখ বুঝি খেয়েছো
তাই চোখে দেখোনা
সেতো সরল প্রেম সাধনে
পাঠায় তোরে এই ভূবনে
কেনো – রে মন
কাম বিনে হয়েছে দেনা
কেনো – রে মন
সাধুর সঙ্গ নিলে না।।
আমানত মানবতায়
এনেছিলো তোর মাথায়
ভূলে গেলি কার কথায়
তারে চিনলি না
দিলি মহাজনের মাথায় বারি
লেগে গেছে খাণ্ডী পরি
কাম সাগরে ডুবলে তরী
টানলে জাগে না
কেনো – রে মন
সাধুর সঙ্গ নিলে না।।
বনের পশু গরু ছাগলে
বছরে দু’একবার মিলে
তুই দেখি মানুষ কূলের
মান রাখলি না
মানুষ হইতে পশু ভালো
মানুষ জনম বৃথাই গেলো
কেনো মানুষ কূলে জন্ম হইলো
মরণ হইলো না
কেনো – রে মন
সাধুর সঙ্গ নিলে না।।
দিনে দিনে গেলো দিন
বাকি মাত্র কয়েক দিন
একদিন ও ভাবলি না
ঐ দিনের ভাবনা
ঐ দিনের আর কয়দিন বাকি
দেহ ছেড়ে যাবে পাখি
দেখবি ঐ দিন সবই ফাঁকি
সবই ছলনা
কেনো – রে মন
সাধুর সঙ্গ নিলে না।।
নামে প্রেমে ডাকো তারে
পাড়ে যাইবা সমাদরে
মনে চায় যারে তার
নাই তুলনা
হইলে আত্মায় আত্মায় আলিঙ্গন
হবে খোদার দরশন
মাতাল রাজ্জাকের পাগলা রচন
বৃথা যাবে না
কেনো-রে মন
সাধুর সঙ্গ নিলে না
কেনো – রে মন
সাধুর সঙ্গ নিলে না।।