(তাল -ঠুংরী)
সাধু বৈলে দাও মোরে
জানিনা সে তত্ত্ব, “কোথায়” কে বসত করে।
দেহ কোথায় স্থিতি, সেই ভারতী, বলে দাও সব দয়াকরে।।
১। কোথায় থাকে হর পার্ব্বতী, গঙ্গা, যমুনা সরস্বতী।
ভগবান কোন পদ্মে স্থিতি, পুরুষ না প্রকৃতি আকারে।।
২। পৃথিবীর বসতি কোথায়, দেহ স্থিতি কোন পদ্মে হয়।
(সাড়ে) চব্বিশ চন্দ্র কোথায় বা রয়,
কোন বীজে এই দেহ ধরে।।
৩। নীল পদ্মটি থাকে কোথায়, জিহ্বায় কার বসিত আশ্রয়
(বল) সেই বারতা সাধু আমায়, শুনিবার বাঞ্ছা অন্তরে।।
৪। দীনা বলে তত্তব গুণে, আদিত্যের ঐ দয়াগুণে।
হরি গোসাইর শ্রী চরণে, থাকব জন্ম জন্মান্তরে।।
…………………………..
রাগিনী-বিরহাসী