ভবঘুরেকথা
বিজয় সরকার

সাধু ভাই যাদু বিদ্যায় খোয়া গেলো হাতের পাঁচ।
খেলো তেতাসে তেন্নাথের মেলায়
কথার বেলায় আড়াই প্যাঁচ।।

মন হয়েছে মত্তমাতাল
ঘুরে বেড়ায় আকাশ পাতাল
পোড়ায়ে খায় মাঁচার আফল কাঞ্চন ফেলে পেলে কাঁচ
ষোলশক্তির ঘোড়াই উঠে মন সোয়ারি চলে ছুটে;
চাঙ্গের পরে ইন্দুর উঠে
কাটিয়ে দিলো পাটগাছ।।

মন যদি হয় কেন্দ্রগত
রিপুকুল ইন্দ্রিয় যতো
হত কি হবে সংহত বুঝায়ে দাও মনের কাছে
ওরা সব গেলে বিরুদ্ধে কেনে জিনিবে যুদ্ধে;
বক্ষ নিম্ন বাক্যে উর্দ্ধে
এনটিভেসেল সাউন্ড মার্চ।।

তারে মন দিতে কহ যে
কওয়া তো যায় খুব সহজে
স্বার্থময় আত্মগরজে দেখায় লোকে ভেল্কি নাচ
কাজে শূন্য বাজে কথা তারে বলে বাচলতা;
শুখায়ে যায় ভক্তিলতা
ঘরে চাল নাই চুলায় আঁচ।।

মর্মে যে পিপাসা জাগে
কর্মে যদি তাই না লাগে
দুর্যোগে যোগীর যোগ-যাগেধ্বসে পড়ে ধর্মের ধাঁচ
পাগল বিজয়ের বেদান কঠোর ক্ষুধানলে জ্বলে জঠোর;
দিবারাত্র হরি মটর
চাকা ভাঙ্গা মটর বাস।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!