সাধের এক ময়না পুষে ঘটলো যন্ত্রনা।
কত চাল ছোলা তার ঠোঙ্গায় দিলাম,
পাখী তোর ঘ্যাজ ঘ্যাজি বোল তাও গেল না।।
সাধ করে পুষেছি ময়না, তোরে সাজাবো বলে ভক্তিরণে গড়েছি গয়না,
পাখি শান্তি হরিচাঁদ বলে না, আমার এই খেঁদে আর প্রাণ বাঁচে না।।
শোন বলি ও ময়না পাখি, এবার হরি গুণ গানে আমায় কররে সুখী,
ও সেই কাল বিড়ালকে দিব ফাঁকি, তা হ‘লে ভবপারের ভয় আর রবে না।।
কত না সমাদর করে, কত চিনি সন্দেস মন্ডা মিঠা খাওয়ালাম তোরে,
ব‘লবি হরি কথা বদন ভরে, অন্তরে ছিল আমার এই বাসনা।।
রেখে মোর হৃদি পিঞ্জিরায়, কত দিবানিশি হরি কথা সুধালাম তোমায়,
পাখীর তাতে হল না ভাবের উদয়, চিরদিন রইলো মনে এই বেদনা।।
অশ্বিনী মনো দুঃখে কয়, পাখি হরি-গুরু বোল বোলে না করি কি উপায়,
ও সে বাহ্য কথা বলে সদায়, পাখি তোর জুঙ্গলী ভাষা ত্যাগ হল না।।