সাধের জনম গেলো বয়ে রে
সুখের জীবন গেলো খয়ে রে
মন যা করবার তা এইবার করে রাখো।
তুই কান পেতে মোন পিছনে তোমার
বাজিছে যমের জয় ঢাক।।
বাল্যকাল কেটে গেছে তোর খেলাধুলাতে
যৌবনে ঘুমায়ে ছিলি যৌবন দোলাতে;
তুই শেষ কালে পড়বি ঘোলাতে
এসেছে ওপারের ডাক।।
সোনারস্বপন দেখেছিস মন বাসনার বসে
কি পেয়েছিস দেশে নিবি শেষের দিবসে;
তুই নিজের কাছে বসে বসে
হিসাব নিকাশ করে দেখ।।
দুর্লভ মানব জনম মন তোর এলো ফুরায়ে
যা কিছু স্বভাবের অভাব এর রহো পুরায়ে;
নইলে আবার মারবে ঘুরায়ে
আশি লক্ষের ঘূর্ণিপাক।।
পাগল বিজয় বলে, বিভোর আজো বিষয়বৈভবে
স্বার্থের নেশায় দিশেহারা আত্মগৌরবে;
তোর সকল ছেড়ে যেতে হবে
পড়ে রবে হাজার লাখ।।