সাধের তরী বুঝাই ভারি ঠেকিলো আজ বালুচরে
মাঝি মাল্লা পালাইয়াছে পাছা নায়ের হাইল ছেড়ে।।
ছয়জনে ছয়দিকে টানে আমার কথা নাহি শোনে
দয়াল তুমি নিজ গুণে বারন রাখ এই সবেরে।।
নিজেই তুমি সাথি হইয়া নৌকা চালাও পাছায় বইয়া
প্রেমের বাতাস তুলে দিয়া পার করে নেও সেই পারে।।
জালালের তরীখানি ঘুরছে ফাঁকে দিন রজরী
রক্ষা কর দয়াল ধনী দীনবন্ধু কই তোমারে।।