সাধ্য কার সুখ সাগরে মাছ ধরে
আছে কাম নামে কুমীর, মানেনা বীর, শীল ছিঁড়ে ভক্ষণ করে
সাগরের বিষম গহ্বর, জাল ফেলে পায়রা খবর
ইন্দ্রবাস চন্দ্রটিওর, খেপলা লয়ে গেছে ফিরে,
কত বাগদি দেবা হয়ে হাবা, গেছে বেউতি বগলে করে।।
একে বেটা মহেশ মালো, সে বেটার বরাত ভাল
কিছু মাছ ধরেছিল, মা কালির কৃপা বলে
ভগবতী রূপের জ্যোতি দেখগে যা হিবার করে।।
বাগা আড় ভেঁটকি ইচে, মোহ-শোল দম্ভ জুটে
পাকা জাল ফেলল কেটে, হাফ কাছিমে হাতা মেরে
যাদু-বিন্দু বলে কবীর গোঁসাই দাওনা জালের ঘাই সেরে।।