(তাল – গরখেমটা)
সাধ করে এই ভবে এসে হলিরে মায়ার মুটে।
গুরুদত্ত পরমার্থ নিলরে তোর সব লুটে।।
মায়াবিনী পা’তল মায়া জাল, থেকরে সামাল,
মায়াজালে বন্দি হলে ঘটবেরে জঞ্জাল।
যেন মাকড়ের জালে মক্ষী বন্দী পড়ে শেষে সংকটে।।
যদি মায়াজাল এড়াতে চাও, করে জ্ঞানের অসী লও,
গুরু পদে মন ম’জায়ে মহানন্দে রও।
শেষে যে ধন চাবি, সেই ধন পাবি, থাকবিরে প্রেমের হাটে।।
হবে দেহে গুরু কৃপা বল, ছার মনের খল;
হরির নাম পুঁটলি কর পথেরই সম্বল।
ঘাটের ঘাটমাঝি সে হবে রাজি পার করবে নিষ্কপটে।।
যদি মন কাটবি মায়াডোর, প্রেমানন্দে হও বিভোর;
শ্রী গুরুর পাদপদ্ম ফুলে হওরে ভ্রমর।
শেষে প্রেমের মধু পান করিবি, লাগবেরে বড় মিঠে।।
দয়াল মহানন্দ কয়, শোনরে দুরাশয়,
অশ্বিনী তোর মানব জনম বিফলেতে যায়।
এমন দুর্লভ জনম পেয়েছিলি, গেলি ভুতের বেগার খেটে।।