আমায় কি সাপে কামড়ালো সখী,
সখী আমায় কি সাপে কামড়ালো ।
তার বিষে তনু জ্বর জ্বর জীবন জ্বলে গেল।।
কাল বরণ সাপ লো সখী, দেখতে বড় ভাল।
তার চাউনিতে কর্ম্মসারা পাগোল করে নিল।।
কদম্বেরই মূলে সাপ লো ফণা ধরে ছিলো।
আমি কি খনে জল আনতে গেলাম মরমে দংশিল।।
কোন বা দেশে ছিল রে এ সাপ, কোন বিধি গড়িল।
অবলা বধিতে সাপ বৃন্দাবনে এল।।
ওঝা বৈদ্য মানে না সাপ, উপায় কি তায় বল।
সাপ সবারে এরায়ে এসে আমাকে দংশিল।
কাল সাপ ধরব বলে শিব সাপুরে হল।
সাপ ধরব ধরব বলে ঘরের বাহির হল।।
এ সাপে কামরাবে যাকে তার তো কপাল ভালো।
এবার বিষয় ভুজঙ্গ বিষে অশ্বিনীর প্রাণ গেল।।
1 Comment