সামান্যে কি সেই প্রেম হবে।
গুরু পরশিলে সে প্রেম
আপনি উদয় দিবে।।
যে প্রেমে রাই হবে কৃষ্ণের মন
অকৈতব সেই প্রেমের করণ,
সে যোগ্য অনুসার মর্ম জানে তার
অযোগ্য পাত্রে কি ভার সম্ভবে।।
বলব কি সেই প্রেমের বাণী
কামে থেকে হয় নিস্কামিনী,
সে যে শুদ্ধ সহজরস করিয়ে বশ
দোহার মন বহে দোহার ভাবে।।
অরুণ কিরণে হয় যমন
কমলিনী প্রফুল্ল বদন,
সে যে লক্ষযোজন অন্তে দোহার প্রেম একান্তে
লালন কয় রসিকের প্রেম তমনি ভবে।।