(তাল-কহরাবা)
রিপুর পীড়নে-
সারা জীবন যায় অকারন তত্ত্ব না জেনে,
আমি না জানিলেম গুরু তত্ত্ব, দেহে কে রয় কোন খানে।।
১। চতুর্দ্দল হয় কোনখানেতে, বসতি কাহার,
বল গুরু দয়া করে, ধরে কোন আকার।
সে কি কাজের হয় অধিপতি, কি কাজ করে সে জানে।।
২। ষড়দলটি কোন খানেতে, বল সেই বাণী,
সেই পদ্মেতে বসত করে, কোন গুণমনি।
তাহার কি আকৃতি, না পাই স্থিতি,
কি কাজ তার ভার বহনে।।
৩। দশম দল আর দ্বাদশদলে, থাকে কোন কোন জন,
কার কি বর্ণ, কি কার কর্ম্ম, বলে দেও এখন।
আরও কোনখানে ঘোড়শদল দ্বিদল,
কোখানে থাকে কোন জনে।।
৪। সবার স্বরূপ কি কাহার রূপ, তাহা শুন্তে চাই,
কি কার্য কার হয় অধিকার, বল হে গোসাই।
হরি গোসাই এবার তত্ত্ব জানবার, বাসনা দীনার মনে।।
……………………………..
তত্ত্ব গীতি
রাগিনী-জয় জিয়ালই