সুখেতে শুয়ে আছো মন
সুখ শয্যায় সুখ পালংকে।
তুই যে কি তা ভুলে গেছিস
পড়ে মায়া মোহের পংকে।।
এখনো করিস নাই অনুমান
এ জগতে যায় না কারো চিরদিন সমান;
তার প্রত্যক্ষ রয়েছে প্রমাণ
সংসারনাট্যে প্রতি অংকে।।
মানবজনম বেহিসাবি নয়
কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে এক সময়;
মন তোর সে সময় অতি বিষময়
স্মরিয়া মরি আতংক।।
আবর্জনা অঙ্গে না মাখিস
মুক্ত হয়ে সংসার কর্মে নিযুক্ত থাকিস;
কিন্তু পারের সম্বল করে রাখিস
জমা দিয়ে সদয় ব্যাংকে।।
মন বাক্য আর দেহের সংযোগে
বিধি নিষেধ পালন করবে আত্মনিয়োগ;
কতো কম পড়লো তোর যোগ বিয়োগে
মিলায়ে দেখ মানস অংকে।।
পাগল বিজয় বলে, দিন তো প্রায় গত
বাজে কাজে হতে পারলাম না তাহার মনমতো;
সাজলাম ময়ূরপুচ্ছ কাকের মতো
তুচ্ছ করে কুলকলংকে।।