সুজনমন উজান বেয়ে আয়রে
সুজনমন উজান বেয়ে আয়।
কেন কুজন সাথে বহর ধরে
নাও খুলেচিস কাল সন্ধ্যায়।।
নাও ছিলো কূলে বাঁধা রে
খুলে দিলি আঁধারে
সামনে তোর ঘোর ধাঁধারে
জোর খাটবে না সেই জায়গায়;
কতো জাহাজ তলিয়ে যাচ্ছে
মায়াত্রিবেণীর ত্রিমোহনায়।।
তরি ভাসায়ে জলে
চলবেনা গায়ের বলে
চালাবি কলকৌশলে
জল বুঝে নদীর ঘোলায়;
কতো জ্যান্ত লোকের প্রাণান্ত হয়
মরামানুষ পাড়ি দেয়।।
উত্তরে জলের হাড়ে
ঠিক রেখো হালের কাড়ে
দক্ষিণে লক্ষ্য ছেড়ে
পাল টেনে বয় হাল বাঁচায়;
তুই পেছনে পিছবি নারে,
নজর রাখবি দূরসীমায়।।
কেশিঘাট সদর দ্বারে
স্বরূপগঞ্জের বাজারে
লোকজন হাজার হাজারে
মজার এক বাজার মিলায়;
কতো নতুনফড়ে খতম হলো
পড় সেই বেচাকেনায়।।
বুঝিলে স্রোতের আড়ি
সহজে উঠে পাড়ি
লাগে না জলেরবাড়ি
দাঁড়ি মাঝির পারের নায়;
পাগল বিজয় ঘোরে নদীর কূলে
ও কূলে যাবার আশায়।।