সত রজ তম রসে, তিন ঘাটে হয় খেলারে।
সুজন রসিক মিলাইছে, প্রেমের মেলারে।।
শুকনা গাঙ্গে আসে জোয়ার, বাসাইয়া নেয় অকুল পাথার
কাম দেহেতে দিস না সাঁতার, ভরা সন্ধ্যা বেলারে, (মন তুই)
কাম থাকিতে খোলবে না তোর, প্রেমের ঘরের তালা
দিলে সাঁতার পাইনা কিনার, উঠবে মরণ জ্বালারে।।
প্রেমিকে দিলে সাঁতার, অনায়াসে পায় সে কিনার
নব রস পঞ্চ আকার, কৃষ্ণ বরণ কালারে, (মন তুই)
তিন ঘাটে তিন দেবী খারা, হাতে নিয়া মালা
পঞ্চ রসের রসিক পাইলে, পড়ায় তাদের গলায়রে।।
সূক্ষ্ম প্রেম রসে ভরা, অরসিক খাইসনা তোরা
অকালে যাবি মারা, হইয়া উতলারে, (মন তুই)
রতি মতির উর্দ্দে যাহার, অভ্যাস আছে চলার
যমেও তারে ছালাম করে, হাসান কয় তিন বেলারে।।