সুফলা ফলাচ্ছে গুরু মনের ভাব জেনে।
মনে প্রাণে ঐক্য করে ডাকছে তারে যেজনে।।
যার দেহে নাই প্রেমের অঙ্কুর
সাধন ভজন সব হবে রে দূর,
যার হিংসা ভরা দেল সমুদ্দুর
শুদ্ধ হবে কেমনে।।
যার দেহে রয় কুটিলতা
মুখে বলে সে সরল কথা,
ও অন্তরে যার গরল গাঁথা
প্রাপ্তি হবে কেমনে।।
ফকির লালন বলে রূপ নয়নে
আছে যে জন যোগ ধ্যানে,
কাজ কিরে তার লোক জানানো
সাধন করে নির্জনে।।