(তাল-ঝুলুন)
এমন সুমধুর হরিনাম নিয়ে একবার দেখনা।
উদর ভরি নিলে পরে, অরুচি কখন হবেনা।।
১। যে পেয়েছে নামের মর্ম্ম, করতে চায় সে হরির কর্ম্ম।
চিনে নিয়ে হরি ব্রহ্ম, হৃদয় করে নাম জপনা।।
২। পেল মর্ম্ম পাগলঅ ভোলঅ, খেলে সদা নামের খেলা।
তাড়িয়ে দিয়ে ভরের জ্বালা, শ্মশানেতে দিচ্ছে হানা।।
৩। পঞ্চাননে পঞ্চমুখে, জপে ঐ নাম পরম সুখে।
ব্রহ্মাজপে চর্তুমুখে, জপে নারদ নিয়ে বীন।।
৪। আদিত্য কয় দীনবন্ধু, পার হও যদি ভব সিন্ধু।
হরি গোসাই পারের বন্ধু, সদা করিস তাই ধারণা
……………………………
রাগিনী-মহসালা