সেই কালাচাঁদ নদেয় এসেছে
সেই কালাচাঁদ নদেয় এসেছে।
ও সে বাজিয়ে বাঁশি ফিরছে সদাই
কূলবতীর কূলনাশে।।
মজবি যদি কালার পিরিতি
আগে জান গে যা তাঁর কেমন রীতি,
প্রেম করা নয় প্রাণে মরা
অনুমানে বুঝিয়েছে।।
ঐ পদে কেউ রাজ্য যদিও দেয়
তবু কালার মন নাহি পাওয়া যায়,
রাধা বলে কাঁদছে এখন
তাঁরে কতো কাঁদিয়েছে।।
ব্রজে ছিল জলদ কালো
কী সাধনে গৌর হলো,
লালন বলে চিহ্ন কেবল
দু’নয়ন বাঁকা আছে।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….