সেই গোরা এসেছে নদীয়ায়
সেই গোরা এসেছে নদীয়ায়।
রাধারাণীর ঋণের দায়।।
ব্রজে ছিলো কানাই বলাই
নদীয়াতে নাম পড়লো গৌর নিতাই,
ব্রহ্মাণ্ড যাঁর ভাণ্ডেতে রয়
সে কি ভোলে দই চিড়ায়।।
ব্রজে খেয়ে মাখনছানা পুরেনি আশায়
নদীয়াতে দই চিড়াতে ভুলেছে কানাই,
যার বেনুর স্বরে ধেনু ফেরে
যমুনার জল উজান ধায়।।
আয় নাগরী দেখবি তোরা
নবরসে নব গৌরা দেখলে প্রাণ জুড়ায়,
লালন বলে অন্তিমকালে
চরণ দেবেন গোঁসাই।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….