সে যেন কী করলো আমার
সে যেন কী করলো আমার
কী যেন দিয়া,
আমি সইতে নারি কইতে নারি
সে আমার কি গিয়াছে নিয়া।।
আমার ঘরেতে গুরুগঞ্জন
বাহিরেতে সমাজ বন্ধন,
আমি আর কতকাল এ সব বচন
শুনে শুনে রইবো সইয়া।।
অতৃপ্ত নয়নের আশা
লজ্জাভয় রমণীয় ভূষা,
আমার যে প্রেমের বিষে লাগলো নেশা
কে দিবে তা বুঝাইয়া।।
যে যাতনা সয়ে থাকি
মনের জলে ভিজাই আঁখি,
আমার কে আছে ব্যথার ব্যথী
লালন রসে সব বিসর্জন দিয়া।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….