ভবঘুরেকথা
বিজয় সরকার

সোনাবন্ধু বোনা পাখির মতোরে
জ্বালা সইবো আর কতো।
মনের দু:খে বনের পাখি
হয় না অনুগত রে।।

আগে যদি জানতাম রে তার মনে ছিলো এতো
ওগো চাইতাম না তার দিকে ফিরে-
সুন্দর হউক যতো রে।।

হৃদয় লয়ে না কয়ে সে হয়েছে নির্গত
এসে আমারে কাঁদায়ে গেলো-
হোমাপাখির মতো রে।।

আজ যাবে কাল আসবে বলে কাঁদাইলো কতো
বুঝি আমারে ভুলেছে কারে পেয়ে-
তার মনের মতো রে।।

মন নিয়ে সে মনের মানুষ খেলে অবিরত
পাগল বিজয় বলে, কবে হবো-
মন মানুষের অনুগত রে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!