সোনার মান গেলরে ভাই
ব্যাঙ্গা এক পিতলের কাছে,
শাল ফটকের কপালের ফের
কুস্টার বানাত দেশ জুড়েছে।।
বাজিলো কলির আরতি
প্যাঁচ প’ল ভাই মানীর প্রতি,
ময়ূরের নৃত্য দেখি
প্যাঁচায় পেখম ধরতে বসে।।
শালগ্রামকে করে নোড়া
ভূতের ঘরে ঘন্টা নাড়া,
কলির তো এমনি দাঁড়া
স্থুল কাজে সব ভুল পড়েছে।।
সবাই কেনে পিতলদানা
জহরের মূল্য হলো না,
লালন কয় গেলো জানা
চটকে জগৎ মেতেছে।।