পণ্ডিত নিমাই পাগল হইয়া
স্কুল খুলছে মদিনায়
আয় কে তোরা পড়তে যাবি
পড়ার সময় বয়ে যায়।।
সেক্রেটারি গৌর হরি
পাড়ের কর্ণদ্বার
ভক্তি অর্থ দিলে করে
তারেই গৌর পাড়
তার পাড়ে যাওয়ার ভয় কিরে আর
গরা হরা নামের বৈঠা বায়
আয় কে তোরা পড়তে যাবি
পড়ার সময় বয়ে যায়।।
কাম ক্রোধ লোভ হিংসা
থাকলে কারো গায়
পাঠশালাতে যাওয়ার পথে
সরল বাঘে চাইটা খায়
খেকশিয়াল টা দৌড়ে পালায়
হরি দোলা লাগলে গায়
আয় কে তোরা পড়তে যাবি
পড়ার সময় বয়ে যায়।।
যার কপাল জুড়ে মারছে ছুরে
হারি ভাংগা কাদা
সাক্ষী দিতে এই জগৎে
আছে-রে জগা মাধা
মাতাল রাজ্জাকে কয় মনরে গাধা
আজো ঘূর ডাইনে বায়
আয় কে তোরা পড়তে যাবি
পড়ার সময় বয়ে যায়।।