স্রোতের মাজারে হাবুডুবু খাই
মহাচিন্তার অকূলে,
আমার মন দোলে আর প্রাণ দোলে।
এই জীবন নদীর কূলে কূলে।।
কেউ তো থাকে না চিরদিন
আমরাও যাব এই যাত্রাপথে
পথিক যত নবীন কবি;
হাসি কান্নার সময় আসে
বয়ে যাবে ঐ অনন্তজলে।।
আসি তরঙ্গে নাচিয়া রঙ্গে
কত যে এল কত যে গেল
যাবে না কিছুই সঙ্গে;
কি যে আশায় ভাসিয়া চলেছি
আপনার পথ দিয়ে।।
এই তো হোল দেখাশোনা
আসা যাওয়ার পথে পরিচয় মাত্র
তাছাড়া কিছু নয়;
কে কোথায় চলে যাব
ভবা কয় মায়ামণ্ডলে।।