সাকি মোর পান পাত্রে, আরও কিছু সুরা ঢাল।
হয়েছি মাতাল আমি, হয়েছি মাতাল।।
সুরা নয় এই যে সুধা, মিলেছে মিলেছে খোদা
আল্লারে দেখিবার থেকে, আমি হতে চাই না জুদা,
সুরা নয় এই যে সুধা
এ সরাবের বদৌলতে, ফিরেছে আমার কপাল।।
সুরা নাম জামে কাওছার, পান করিলে শেষ নাহি তাঁর
ঘৃণা করলে কাফির হবে, মদিনায় হয়েছে তৈয়ার,
সুরা নাম জামে কাওছার
দু’জাহানের নিয়ামত, এইতো ভবে খাঁটি মাল।।
সবের কি আর ভাগ্যে জুটে, অমাবস্যায় চন্দ্র উঠে
নবী ওলী আউলিয়াগণ, নেশার চোটে রত্ন লুটে,
সবের কি আর ভাগ্যে জুটে
শরাব খানায় আমির উদ্দিন, পড়ে আছি সন্ধ্যা সকাল।।