হরদম গাহিব আমি বন্ধুর প্রেমের গান।
মাইজভাণ্ডারী মওলা, আমার পরাণের পরাণ।
রূহানীতে করে খেলা, সেই খেলাতে প্রাণ উতলা
আধঁর ঘরের মানিক মওলা পূর্ণমাসি চাঁন।
মওলা পাখি, মওলা সাকি, কলবেতে মারে উকি,
হৃদ পিঞ্জরে পোষা পাখী মুশকিল আসান।
প্রচার করে প্রেম অখণ্ড, মাইজভাণ্ডার প্রেম সুধা ভাণ্ড,
এক যোগে কি কৌশল কাণ্ড চালায় চার খান্দান।
রমেশ বলে ভাবি মনে, দিন গেল মোর মাওলার গানে,
একটু যদি শুনে কানে-সার্থক আমার প্রাণ।।