হরশিরে গঙ্গা দোলে
বুকে নাচে কালী,
মহাশিব যে ধ্যানে মগ্ন
কেন মা তাঁর ঘুম ভাঙালি।।
প্রলয়কর্ত্তা জেগে উঠলে
কি যে আছে কার কপালে,
মদন ভষ্ম করেছিলেন
কপালে শিব আগুন জ্বালি।।
শিবকে বিশ্বাস করা দায়
ভোলে না সে কারুর মায়ায়,
সদানন্দে হরিগুণ গায়
এই নামেতে থাকে ভুলি।।
ভবার ভোলা আত্মভোলা
ভূতের সঙ্গে তাঁহার খেলা,
অদ্ভুত এই ভবাপাগলা
ভেঙ্গে দেয় সব দলাদলি।।