(তাল – ঠুংরী)
হরিচাঁদের চরণ ছাড়া কেন আমি হলেম ভাই।
আমি হরি বিনে মনোব্যাথা, কার কাছে যেয়ে জানাই।।
১। আমি কত অপরাধি, পাইনে দেখা গুণনিধি।
সে ভাবনা নিরবধি, কি দিয়ে মোর প্রাণ জুড়াই।।
২। (আমার) পিতার সু-পুত্র হও যারা, ওড়াকান্দী যা ভাই তোরা।
আমি হই ভক্তিহীন কর্ম্ম ছাড়া, কি শুনেতে তারে পাই।।
৩। আমার খবর বলিস তোরা, তারে বিনে গেলাম মারা।
এইবার যেন দেয় সে ধরা, সে বিনে মোর বান্ধব নাই।।
৪। হরি গোসাইর কৃপা জোরে, (রব) হরিচাঁদ কৃপা নগরে।
আমি আর যেন আসি ফিরে, দীনার অন্য আশা নাই।।
………………………….
রাগিনী – শিন্দীয়ারা