(তাল-ঝাপ)
হরিচাঁদের যুগল মুরতি, আমি দেখব দিবা রাতি
আশা করি আকুল মনে।
আমার আশায় আশায়, জনম গেল হে
আশা পূর্ণ হইল না কেনে।।
১। হরি মন প্রাণ নিয়ে হরে, বসত করে নিরন্তরে,
যাব আমি তার কাছে এবার।
তিনি যেখানে রয়, মন চোরায় রে,
সেই খানে যাব অন্বেশণে।।
২। মন প্রাণ নিয়ে বসে রল, আর না পুঃন দেখা দিল
না জানি কোন পাষাণ হিয়ে তার
এখন আমার কথা নাই বুঝি মনে,
আমি বাঁচিনা আর সে বিনে।।
৩। আমি ঐ রূপেতে নয়ন দিয়ে, থাকব পদে বিকায়ে,
এ জীবনে আসিব না আর।
সদা রূপের সনে, নয়ন রাখব হে,
যুগল রুপ দেখব রাত্রি দিনে।।
৪। আমি সে রূপের পাব দরশন,
শান্তি হবে আমার জীবন, তবে আমি হয়ে রব তার।
হরি গোসাই বলে, নেহারিলে রে,
দীনা রূপ দেখবি রাত্রি দিনে।।
………………………………
বিচ্ছেদ
রাগিনী-উরুশেন