(তাল – একতাল)
আমার হরিচাঁদের রূপের কিরণ লেগেছে যার গায়।
ও তার রসে তনু ডগমগরে, ভাবে তনু ডগমগ, দেখলে চেনা যায়।।
রূপ নেহারী ভক্ত যে জন হয়;
ও তার চিত্ত চকোর হয়ে বিভোর চাঁদের সুধা খায়।
হয়ে অনুরাগী সর্ব্বত্যাগীরে, সুধাপানে মত্ত হয়।।
গগন চাঁদে জগৎ আলো হয়,
আমার হরিচাঁদের কিরণেতে, মনের আঁধার যায়।
অগণিত রবি শশি, উদয় হরিচাঁদের পায়।।
কি কব সেই রূপের মাধুরী,
নয়ন পথে ছিদ্র পেয়ে, মন করে চুরি।
আমার সর্ব্বস্ব ধন, করে হরণ, নয়ন পথে ঝলক দেয়।।
যার লেগেছে সে চাঁদের কিরণ
দিবানিশি চাঁদের সুধা করে আস্বাদন।
ও সে প্রেমানন্দে হয়ে মগন ধুলায় গড়াগড়ি যায়।।
গোলোকচাঁদ সেই চাঁদের রূপ হেরে,
ও তার হৃদয় আলোক, হয়ে পুলক পলক না মারে।
মহানন্দের বাণী শোন অশ্বিনী, তোর দরশনের সময় যায়।।