(তাল – ঝাপ)
হরিচাঁদ আমার মনের দুঃখ
মনের রল আশা পূর্ণ হইলনা।
আমার মনের দুঃখ মনে রল, আশা পুর্ণ কেন হল না।।
১। দুঃখে জনম গেল, মনের দুঃখ মনে রল
পেলেম না তব শ্রীচরণ।
অমি যদি পেতেম, হৃদয়ে লইতেম,
পুরাইতেম মন বাসনা।।
২। (শুনি) নামে গুনে রাং হয় সোনা, হরি তোমার এই মহিমা
আমার প্রতি কেন দয়া হয়না।
আমার ভব বন্ধন কর খন্ডন, রাতুল চরণ হৃদয়ে দেও না।।
৩। আমার মনে এই আকিঞ্চন, হরি তোমার যুগল চরণ,
পুজিব বিরলে বসিয়।
পুজিব অতি যতনে, আকুল প্রাণে, ভক্তি চন্দন দিব বাসনা।।
৪। দীনার মনে এই বারতা, হরি গোসাই ভরসা,
তুমি বিনে আর প্রত্যাশা নাই।
গুরু তোমারি করণে, বাঁচি না তাড়নে,
বিপদে স্থান কেন পাইনা।।
…………………………..
রাগিনী – হেলারি