আমার মনের বনের হরিণটিরে মারলি একটি বাণেরে
নিঠুর বেদে কেন ছাড়া করিলি শর সন্ধানে।
কোন ব্যথার দাগ লাগে না কি তোর পাষাণ পরানে।।
সব গেছে তার সাথে সাথে হাতে কিছু নাই
এখন সব হারায়ে পথে পথে ঘুরিয়ে বেড়াই;
আমার কি যেন নাই কি যেন পাই
বুঝি নাইতো জ্ঞানে।।
আমার বুকের পাজর ভেঙে দিয়ে বিষমাখা এক তীরে
শেষে চকিতের ন্যায় চলে গেলে চাইলে না আর ফিরে;
আমি ভেসে বেড়াই অকূল নীরে
ব্যাকুল স্রোতের টানে।।
শিকার করা স্বভাব যে তোর নির্দয় শিকারি
তবু তোর দ্বারে কি জায়গা পায় না পথের ভিখারি;
আমি এই ভাবে কি থাকতে পারি
না পাওয়ার এক ধ্যানে।।
পাগল বিজয় বলে, মন হারানো মানুষ যতো জন
তাদের ঘর হলো পর বন হলো ঘর পর হলো আপন;
তাদের পলার গতি নদীর মতন
মিলন সিন্ধু পানে।।