(তাল – গরখেমটা)
হরিধন প্রাপ্ত হ’লে তাহলে কি হয় লাভ,
স্বভাব দোষে, সকল নাশে, যদি না ঘচে স্বভাব।
যদি স্বভাব ঘুচে যায়, অভাব নাহি রয়,
প্রেমে তনু দগ মগ হরি তারে চায়,
যেমন বতসের পিছে গাভী বেড়ায়, সদায় করে হাম্বা রব।।
স্বভাব দোষ এমনি অলক্ষী, শোন তার স্বাক্ষী,
শ্রীরাম লক্ষণ পেয়েছিল, মাছরাঙ্গা পাখী,
পাখী জানল না তার মাহাত্ম্য কি, নিল মাছ ধরা বর ত্যজে সব।।
স্বভাব দোষ এমনি কুলক্ষণ, তার সাক্ষী কপীগণ,
বনে বসি শ্রীরাম শশী পেল সর্ব জন,
শেষে রাবন মারি লঙ্কাপুরী, হ’ল রাম ত্যজে নারী বল্লভ।।
হনুমান স্বভাব ঘুচায়ে, পঞ্চজন লয়ে
শ্রীরাম পদে মনকে বেঁধে থাকলো ভাব লয়ে,
হনু রাম চরণে প্রাণ সঁপিয়ে, পেল রাম পদ বল্লভ।।
গোঁসাই গুরু চাঁদ বলে, স্বভাব ঘুচিলে,
শঙ্করের হৃদিনিধি হরিধন মিলে,
অশ্বিনী তোর এই কপালে, ঘটবে কি সেই গোঁসাইর ভাব।।