(তাল -একতাল)
হরিনাম বলরে একান্তে।
প্রাণ সঁপে দেরে মন হরিপদপ্রান্তে।
সমর্পিত দেহ হলে, অনর্পিত প্রেম ফলে,
হরিচাঁদ হৃদয় দোলে, থেকনা আর ভ্রান্তে।
হরি অনুগত হলে, তারে প্রণমে কৃতান্তে।
হরিনাম বড়ই মধুর, নিকটে নয় বহুদূর,
যে ভজে সেই সে চতুর, ভাগবতে পাই শুনতে।
যেই নাম সেই হরি বলে সাধু মোহান্তে।।
সাধু ভাগবতের প্রমাণ, সে প্রমাণ নয় অপ্রমাণ,
কররে নাম সুধাপান সুখ পাবি যে অন্তে।
পঞ্চমূখে পরম সুখে নাম জপে উমাকান্তে।।
নাম জপা ভক্ত যারা, সুধাপান করে তারা,
প্রেমেতে মাতোয়ারা, কে পারে তাই চিন্তে।
আপনি মেতে জগৎ মাতায় হরিনাম মহামন্ত্রে।।
শ্রীগুরুর বাক্য ধর, অনিত্য তর্ক ছাড়,
এ দেহ সূক্ষ কর, যাবে ভব চিন্তে।
অশ্বিনী তোর মানব জনম গেল কান্তে কান্তে।