“হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হারে রাম হরে রাম রাম রাম হরে হরে।।”
ষোল সখি ষোল সখি বত্রিশ অক্ষর।
হরিনাম তত্ত্ব ধর্ম্ম অতি গূঢ়তর।।
মাধুর্য্য মহিমা তত্ত্ব যে জন জানয়।।
রাধাকৃষ্ণ নিত্যধামে গমন করয়।।
‘হরে’ ‘কৃষ্ণ’ ‘রাম’ এই মন্ত্র ষড়ক্ষর।
এই তিন নাম তন্ত্রে সূত্র কৈলা হর।।
তিন নামে ষোল নাম বত্রিশ অক্ষর।
বৃত্ত করি কৈলা গৌর জগত গোচর।।
নাম রূপে দিলা আপনি যাচিয়া।
নামে মত্ত ভক্ত চিত্ত বেড়ায় নাচিয়া।।
করুণার কল্পতরু এই হরিনাম।
কামনায় হবে মুক্তি প্রেম ব্রজধাম।
সংক্ষেপে কহিনু এই হরিনাম তত্ত্ব।
জীবের দূর্ল্লভ এই প্রেমের মহত্ত্ব।।